আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতেও বড় ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হলো মেহেদী হাসান মিরাজের দল। ২৯৪ রানের লক্ষ্য তাড়ায় ৯৩ রানে অলআউট হয়ে ঠিক ২০০ রানে হারল বাংলাদেশ। ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের এটাই রানের হিসাবে সবচেয়ে বড় হার। আগের রেকর্ডটা ১৪২ রানের, ২০২৩ সালে চট্টগ্রামে।
তিন ম্যাচের সিরিজটা ৩–০–তে হেরে আফগানিস্তানের কাছে প্রথমবার ওয়ানডেতে ধবলধোলাই–ও হলো বাংলাদেশ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৯৩ রান করে স্বাগতিকরা। জবাবে ২৭.১ ওভারে মাত্র ৯৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এর আগে দ্বিতীয় ওয়ানডেতে ১০৯ রানে অল আউট হয়ে রেকর্ড গড়েছিল বাংলাদেশ। মঙ্গলবার সেটি ছাপিয়ে পৌঁছে গেল আরও তলানিতে।
এছাড়া ওয়ানডেতে দেশের বাইরে এটিই সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ঠিক ২০০ রানেই হেরেছিল টাইগাররা।
অন্যদিকে ওয়ানডেতে ১৬তম বারের মতো ১০০ রানের নিচে অলআউট হলো বাংলাদেশ। তবে ২০১৮ সালের এবারই প্রথম ৫০ ওভারের ম্যাচে তিন অঙ্ক ছুঁতে পারল না বাংলাদেশ। সে বছরের জানুয়ারিতে মিরপুরে শ্রীলঙ্কার কাছে ৮২ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ।








