কলিকাল প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪ | ২:২৩ পিএম
ছবি : সংগৃহীত
জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন চীনের ১০ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল। এ সময় তারা রোগীদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
মঙ্গলবার (২৪ শে সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন তারা। পরিদর্শন শেষে চীনা চিকিৎসক দল বলেন, আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসায় পাশে থাকার পাশাপাশি প্রয়োজনে বাংলাদেশ থেকে আহতদের চীন নিয়ে যাওয়া হবে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন রোগীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছে চীনা প্রতিনিধি দল। এসময় আহতদের চিকিৎসার সুযোগ-সুবিধার বিষয়েও তথ্য নেন তারা।
শিগগিরই চীনা প্রতিনিধিদল এসব রোগীদের উন্নত সেবা দিতে প্রয়োজনীয় পদক্ষেপের ব্যপারে জানাবেন বলেও জানান তারা।