কেমন কাটলো তারকাদের ঈদ? | কলিকাল
মঙ্গলবার ১৭ জুন ২০২৫ ৩ আষাঢ় ১৪৩২ ২০ জিলহজ ১৪৪৬

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২, ২০ জিলহজ ১৪৪৬

কেমন কাটলো তারকাদের ঈদ?

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১০ জুন ২০২৫ | ২:৪১ পিএম

কেমন কাটলো তারকাদের ঈদ?

ছবি ডিজাইন : দৈনিক কলিকাল

বাংলাদেশের সিনেমা জগতের কয়েকজন তারকার ঈদ কেমন কাটলো, তা নিয়ে আজ আলোচনা করা যাক।

জয়া আহসান
এবার ঈদটা এমনিতেও একটু অন্যরকম নন্দিত এই অভিনেত্রীর কাছে। কারণ, প্রেক্ষাগৃহে এখন ঝড় তুলছে তার অভিনীত সিনেমা ‘তাণ্ডব’। আর অনেক বছর পর ঈদে তার ছবিও মুক্তি পেল। ঈদের দিন দর্শকদের সঙ্গে প্রেক্ষাগৃহে মতবিনিময় করতে যান অভিনেত্রী। সব মিলিয়ে খানিকটা ব্যস্ততায় কাটছে তার সময়।

এর আগে গত শুক্রবার চাঁদ রাতে কিছু ছবি ভাগ করে নেন ক্যাপশনে লিখেছেন, ‘চাঁদরাত। সঙ্গে জুড়ে দিয়েছেন চাঁদের ইমোজি। এ সময় জয়াকে লাগে লাবণ্যময়ী। সঙ্গে দর্শকদেরও নজর কাড়েন।

পূজা চেরি
এবারের ঈদটা স্পেশাল চিত্রনায়িকা পূজা চেরির কাছেও। ঈদের দিন মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘টগর’। চিত্রনায়ক আদর আজাদের সঙ্গে জুটি বেঁধে জয়িতা চরিত্রে অভিনয় করছেন এই নায়িকা।

এদিকে গত শুক্রবার সামজিক মাধ্যমে নিজেকে অপরূপ সাজে, মেহেদি রাঙা হাতে নিজেকে ধরা দেন পূজা। তার হাতের নান্দনিক মেহেদির ডিজাইন নজর কাড়ে ভক্তদের। সেখানে হাতে মেহেদি দিয়ে নায়িকা লিখেছেন ‘টগর’ ও ‘জয়িতা’। পরে এদিন শাড়ি পরা ছবিতে নিজেকে মেলে ধরে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানান নায়িকা।

আজমেরি হক বাঁধন
সিনেমা জগত ছাড়াও ব্যক্তিজীবন নিয়ে লাইমলাইটে থাকা অন্যতম নন্দিত অভিনেত্রী আজমেরি হক বাঁধন। এবারের ঈদ তার কাছেও বিশেষ ও ব্যস্ততার। কারণ, ঈদে একগুচ্ছ মুক্তিপ্রাপ্ত সিনেমার মাঝে তার অভিনীত সিনেমা এশা মার্ডার রয়েছে আলোচনায়। এ নিয়ে ব্যস্ততার মাঝেও ঈদের দিন নিজেকে আলাদা করে সময় দিয়েছেন বাঁধন; সবুজ রঙ এর নান্দনিক পোশাকে নিজেকে মেলে ধরেছেন ভক্তদের মাঝে।

এদিন ভক্তদের সঙ্গে ঈদ শুভেচ্ছাও বিনিময় করেন বাঁধন। বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকদের সঙ্গে সাক্ষাৎ করেন, সংবাদমাধ্যমের মুখোমুখিও হন এই অভিনেত্রী।

তাসনিয়া ফারিণ
ছোট পর্দার গণ্ডি পেরিয়ে এখন সিনেমার নায়িকা তাসনিয়া ফারিণ! এবার ঈদে দর্শকেরা তাকে বরণ করে নিচ্ছেন নতুনভাবে। শুরুটা খুব ভালো হয়েছে বলেও অভিমত দর্শকদের! আদতে, এই ঈদে মুক্তি পাওয়া তার অভিনীত সিনেমা ‘ইনসাফ’- এ মেতে উঠেছে প্রেক্ষাগৃহ; যেখানে শরিফুল রাজের সঙ্গে জুটি বেঁধেছেন এই অভিনেত্রী। এমন আমেজে তার ঈদ আনন্দ বিশেষ হবে না, তা কি করে হয়!

ঈদের দিন শাড়িতে সেজেছিলেন তাসনিয়া ফারিণ। সামাজিক মাধ্যমে ধরাও দেন খানিকটা। ভক্তদের ঈদ শুভেচ্ছা জানিয়ে ফারিণ লেখেন, ঈদ মোবারক সবাইকে, ‘দেখা হচ্ছে প্রেক্ষাগৃহে, ইনসাফের সঙ্গে।’

অপু বিশ্বাস
সিনে পর্দা থেকে দীর্ঘদিন দূরে থাকলেও মডেলিং নিয়েই এখন ব্যস্ততা চিত্রনায়িকা অপু বিশ্বাসের। ঈদের দিন শাড়িতে নিজেকে মেলে ধরেন, ভক্তদের জানান ঈদের শুভেচ্ছা। প্রায়ই শোনা যায়, ঈদ উল আজহায় কোরবানিতে অংশ নেন অপু বিশ্বাস। সাধারণত ছাগল কোরবানি দেন তিনি। কিন্তু এবার এমন কোনো খবর মেলেনি। তবুও তাও, ভক্তদের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করতে ভোলেননি নায়িকা। এক ফেসবুক পোস্টে অপু লেখেন, ‘ঈদের পবিত্রতা ছড়িয়ে যাক সবার হৃদয়ে। ঈদ মোবারক।’

মন্তব্য করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

Archive Calendar

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930