কলিকাল প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৫ | ২:৩১ পিএম
ছবি : সংগৃহীত
চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ মঙ্গলবার (১০ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটের দিকে তাঁকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেছে।
প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে ব্রিটিশ রাজপরিবারের প্রতিনিধি ও হাইকমিশনের উচ্চপদস্থ কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখা বিমানবন্দর ও হোটেলের সামনে বিক্ষোভ করতে চাইলে ব্রিটিশ পুলিশ অনুমতি দেয়নি। আওয়ামী লীগের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তারা ব্রিটিশ পার্লামেন্টের সামনে বিক্ষোভ করবে।
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটটি লন্ডনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক ইউনূসকে রাজা তৃতীয় চার্লস ‘কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’-এর জন্য মনোনীত করেছেন। জনগণ এবং পরিবেশের মধ্যে শান্তি, স্থায়িত্ব এবং সম্প্রীতি প্রচারে তার আজীবন কাজের সম্মানার্থে এ পুরস্কারে ভূষিত করা হবে। ১২ জুন লন্ডনের সেন্ট জেমস প্যালেসে এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হবে।