কলিকাল ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৫ | ২:২৭ পিএম
ছবি : সংগৃহীত
হোয়াটসঅ্যাপেও এখন অনেকে নানা বিষয়ে স্ট্যাটাস দেন কিন্তু সেই সব স্ট্যাটাস পছন্দ হলেও শেয়ার করার কোনো উপায় ছিল না এতদিন। তবে এবার এ সমস্যার সমাধান আসছে।
ধরুন, আপনি একটি ছবি, ভিডিও বা গান স্ট্যাটাস দিয়েছেন। এতদিন আপনার কন্টাক্ট লিস্টে থাকা সবাই শুধু তা দেখতে পেতো। সম্প্রতি এসেছে রিঅ্যাক্ট ফিচার। সে কারণে এখন সেই স্ট্যাটাসে রিঅ্যাক্ট করা যাচ্ছে। আর এবার আসছে শেয়ার ফিচার। অর্থাৎ এবার আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস শেয়ার করতে পারবেন অন্যরা। একইভাবে অন্যের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসও শেয়ার করতে পারবেন। এর জন্য স্ট্যাটাস বা স্টোরি দেওয়ার সময় ‘অ্যালাউ শেয়ারিং’ অপশনটি অন করে দিতে হবে। অন্যথায় শেয়ার অপশন মিলবে না।
এখনো হোয়াটসঅ্যাপে এক ধরনের শেয়ার অপশন রয়েছে। সেটি কেবল তিনিই শেয়ার করতে পারেন যদি আপনি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে কাউকে মেনশন করেন।