ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৫ | ১২:৪১ পিএম
ছবি : সংগৃহীত
আজ মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টায় জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাই পর্বে মুখোমুখি হবে বাংলাদেশ ও সিঙ্গাপুর। বহুদিন পর এমন একটি আন্তর্জাতিক ম্যাচ দেখতে উদগ্রীব দেশের ফুটবলপ্রেমীরা।
ম্যাচ উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে সমর্থকদের জন্য।
যদিও ম্যাচ শুরু সন্ধ্যায়, তবে দুপুর ২টাতেই খুলে যাবে স্টেডিয়ামের সব গেট। ফেডারেশন অনুরোধ করেছে, দর্শকরা যেন ব্যাগ, পানির বোতল বা অতিরিক্ত কোনো সামগ্রী সঙ্গে না আনেন—যাতে নিরাপত্তা বজায় রাখা যায় এবং সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত হয়।
আন্তর্জাতিক ম্যাচে টিকিটের কালোবাজারি একটি বড় সমস্যা। অনেক সময় টিকিট না পাওয়া সমর্থকরা গেটের বাইরে ভিড় করেন। এবার বাফুফে স্পষ্টভাবে জানিয়েছে—টিকিট ছাড়া কেউ যেন স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা না করেন। টিকিট না পাওয়া দর্শকদের জন্য শহরের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা রাখা হয়েছে।
টিকিট জালিয়াতি বা যেকোনো অনিয়ম হলে সঙ্গে সঙ্গে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। নিরাপত্তা নিশ্চিত করতে বাফুফের নিজস্ব ব্যবস্থাপনার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও মাঠে থাকবে।
জাতীয় স্টেডিয়ামের ৩ নম্বর গেট দিয়ে প্রবেশকারীদের জন্য দৈনিক বাংলা ও রাজউক রোডে দুটি লেন নির্ধারিত থাকবে—একটি শুধুমাত্র যান চলাচলের জন্য।
ম্যাচ শেষ হবে রাত ৯টার পর। অর্থাৎ দুপুর ২টা থেকে মাঠে অবস্থান করলে দর্শকদের থাকতে হবে টানা সাত ঘণ্টারও বেশি। এখন পর্যন্ত বাফুফে গ্যালারিতে খাবার ও অন্যান্য সুবিধা নিয়ে কোনো তথ্য দেয়নি।