‘দ্য ডে অব দ্য জ্যাকাল’-এর জন্য খ্যাতিমান বেস্টসেলিং লেখক আর নেই | কলিকাল
মঙ্গলবার ১৭ জুন ২০২৫ ৩ আষাঢ় ১৪৩২ ২০ জিলহজ ১৪৪৬

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২, ২০ জিলহজ ১৪৪৬

‘দ্য ডে অব দ্য জ্যাকাল’-এর জন্য খ্যাতিমান বেস্টসেলিং লেখক আর নেই

কলিকাল ডেস্ক

প্রকাশ : ১০ জুন ২০২৫ | ১১:৩০ এএম

‘দ্য ডে অব দ্য জ্যাকাল’-এর জন্য খ্যাতিমান বেস্টসেলিং লেখক আর নেই

ছবি : সংগৃহীত

থ্রিলার উপন্যাস ‘দ্য ডে অব দ্য জ্যাকাল’-এর জন্য খ্যাতিমান বেস্টসেলিং লেখক ফ্রেডেরিক ফরসাইথ ৮৬ বছর বয়সে মারা গেছেন। তার এজেন্ট এই খবর নিশ্চিত করেছেন।

ফরসাইথের এজেন্ট জোনাথন লয়েড একটি বিবৃতিতে বলেন, ‘আমরা বিশ্বের সেরা থ্রিলার লেখকদের একজনকে হারালাম।’ ফরসাইথ ‘দ্য ওডেসা ফাইল’ এবং ‘দ্য ডগস অব ওয়ার’-এর মতো ২৫টিরও বেশি বই লিখেছেন, যা বিশ্বজুড়ে ৭৫ মিলিয়নেরও বেশি বিক্রি হয়েছে।

তার প্রকাশক বিল স্কট-কের বলেন, ‘লক্ষাধিক পাঠকের হৃদয়ে আজও অমলিন ফ্রেডির থ্রিলারগুলো। এই ধারাকে তিনি নতুন সংজ্ঞা দিয়েছেন, যা সমকালীন লেখকদের জন্য অনুপ্রেরণা।’

১৯৩৮ সালে কেন্টে জন্ম নেওয়া ফরসাইথ ১৮ বছর বয়সে রয়্যাল এয়ার ফোর্সে (আরএএফ) যোগ দেন, পরবর্তীতে বিবিসি ও রয়টার্সের যুদ্ধ সংবাদদাতা হন।

এরপর ২০১৫ সালে তিনি প্রকাশ করেন যে তিনি ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই-৬-এর জন্য ২০ বছরেরও বেশি কাজ করেছেন। তার অনেক কাল্পনিক কাহিনীই বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে উঠে এসেছে।

বেকারত্বের সময় তিনি তার প্রথম উপন্যাস ‘দ্য ডে অব দ্য জ্যাকাল’ (১৯৭১) লিখে খ্যাতি অর্জন করেন। তিনি বলেছিলেন, ‘আমি অর্থাভাবে, ঋণে ডুবে, বাসহীন, গাড়িহীন—কিছুই ছিল না। ভেবেছিলাম, ‘এই সংকট থেকে কীভাবে বের হব?’ তখনই সবচেয়ে পাগলাটে সমাধান মাথায় এল—একটি উপন্যাস লিখব।’

এই উপন্যাসটি ১৯৬৩ সালের পটভূমিতে লেখা, যেখানে একজন ইংরেজকে ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট চার্লস দ্য গলকে হত্যার জন্য নিয়োগ দেয়া হয়। এটি ১৯৭৩ সালে এডওয়ার্ড ফক্স চলচ্চিত্র এবং ২০২৩ সালে এডি রেডমেইনের টিভি নাটক হিসেবে নির্মিত হয়।

এজেন্ট লয়েড আরও বলেন, ‘মাত্র কয়েক সপ্তাহ আগে আমি তার সাথে বসে তার জীবন নিয়ে একটি নতুন ও আবেগঘন তথ্যচিত্র দেখছিলাম—তার অসাধারণ জীবন আমাকে আবারও মুগ্ধ করেছিল।’

প্রকাশক স্কট-কের ফরসাইথের সাথে কাজকে ‘পেশাদার জীবনের অন্যতম আনন্দ’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘তার সাংবাদিকতা-অভিজ্ঞতা তাকে নিখুঁত ও সময়নিষ্ঠ করে তুলেছিল। একটি মহান গল্প বোঝার তার ক্ষমতা তাকে চিরসতেজ রাখত।’

মন্তব্য করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

Archive Calendar

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930