আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৫ | ৯:০৩ এএম
ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও টেসলা-স্পেসএক্সের প্রধান ইলন মাস্কের মধ্যকার চলমান দ্বন্দ্বের প্রভাবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার (নাসা) বাজেট কাটছাঁটের আশঙ্কা তীব্র হয়েছে। হোয়াইট হাউসের প্রস্তাবিত বাজেটে বৈজ্ঞানিক প্রকল্পগুলোর জন্য বরাদ্দ প্রায় ৫০% কমিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে, যা নাসার ৪০টিরও বেশি চলমান মহাকাশ মিশনকে বন্ধ হওয়ার ঝুঁকিতে ফেলেছে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
প্রেসিডেন্ট ট্রাম্প মাস্কের কোম্পানি স্পেসএক্স-এর সাথে ফেডারেল চুক্তি বাতিলের হুমকি দিয়েছেন। অথচ নাসা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) সরঞ্জাম পাঠানোর জন্য স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেট-এর ওপর নির্ভরশীল।
ওপেন ইউনিভার্সিটির মহাকাশ বিজ্ঞানী ড. সিমিয়ন বারবার বলেছেন, ‘গত সপ্তাহে মাস্ক-ট্রাম্পের মধ্যে আমরা যে অবিশ্বাস্য বাকবিতণ্ডা, হঠকারী সিদ্ধান্ত ও উলটপালট দেখলাম, তা আমাদের মহাকাশ অভিযানের ভিত্তিকেই নড়বড়ে করে দিচ্ছে।
মহাকাশ বিজ্ঞান ও অনুসন্ধানের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং সরকার, কোম্পানি ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা অপরিহার্য।। এই অনিশ্চয়তা মানব মহাকাশ কর্মসূচির ওপর ‘হিমশীতল প্রভাব’ ফেলছে।
ট্রাম্প প্রশাসন বেসরকারি মহাকাশ খাতের ওপর জোর দিলেও, মাস্কের সমালোচনা ও স্পেসএক্সের সাথে চুক্তি নিয়ে টানাপোড়েন নাসার পরিকল্পনাকে বিঘ্নিত করছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই অনিশ্চয়তা মার্কিন মহাকাশ আধিপত্যকে দুর্বল করে ইউরোপ ও চীনকে সুবিধা দিতে পারে।