বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৫ | ৮:৪৪ পিএম
ছবি : সংগৃহীত
ঢাকাই সিনেমার অভিনেত্রী তানিন সুবহার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। তাকে ক্লিনিক্যালি মৃত ঘোষণা করার খবর শোনা যাচ্ছে। আজ রবিবার তার শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট জানিয়েছেন অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী। অভিনেতা জানান, তানিনকে ‘আন-অফিশিয়ালি’ মৃত ঘোষণা করেছেন চিকিৎসকরা।
গত সোমবার (২ জুন) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এই অভিনেত্রীকে ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়। তবে এই কয় দিনে তাঁর শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। বরং শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
গণমাধ্যমকে চিত্রনায়ক জয় চৌধুরী বলেন, “ডাক্তাররা ‘আন-অফিশিয়ালি’ তানিন সুবহাকে মৃত ঘোষণা করেছেন।তবে অফিশিয়ালি এখনো কিছু বলেননি!”
এদিকে, চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি জানিয়েছেন, যে কোনো মুহূর্তে তানিনের পরিবারের সাথে কথা বলে তার লাইফ সাপোর্ট খুলে দিতে পারে।