কলিকাল প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুন ২০২৫ | ১১:৫২ পিএম
ছবি : সংগৃহীত
পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে শ্যালিকার হাতে খুন হয়েছেন দুলাভাই দুলু মিয়া। বৃহস্পতিবার (০৫ জুন) সকালে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার হাজরানীয়া সদরপাড়া এলাকার ঘটনা এটি।
নিহত দুলু মিয়া ওই গ্রামের শওকত আলীর ছেলে। অভিযুক্ত শ্যালিকা চাঁদনী স্থানীয় একটি স্কুলের এসএসসি পরীক্ষার্থী। একই গ্রামের মোকছেদুর রহমানের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় দুলু মিয়া বাড়ি ফিরে দেখতে পান তার স্ত্রী মনি বেগম মোবাইল ফোনে কারও সঙ্গে কথা বলছেন। দুলু মিয়াকে দেখেই মনি বেগম তাড়াতাড়ি ফোন থেকে নম্বর মুছে ফেলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
তর্কের একপর্যায়ে পাশেই থাকা শ্যালিকা চাঁদনী ক্ষিপ্ত হয়ে হাতে থাকা কাপড় কাটার কাঁচি দিয়ে দুলাভাই দুলু মিয়ার গলায় আঘাত করেন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। ঘটনার পরই শ্যালিকা চাঁদনী পালিয়ে যান।
কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।