জনগণের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী সবসময় প্রস্তুত: আইএসপিআর | কলিকাল
শুক্রবার ১৩ জুন ২০২৫ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ ১৬ জিলহজ ১৪৪৬

শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ জিলহজ ১৪৪৬

জনগণের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী সবসময় প্রস্তুত: আইএসপিআর

কলিকাল প্রতিনিধি

প্রকাশ : ২৭ মে ২০২৫ | ১১:৪৭ পিএম

জনগণের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী সবসময় প্রস্তুত: আইএসপিআর

ছবি : সংগৃহীত

আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর হওয়ার আনুষ্ঠানিক বার্তা দেয়ার ঠিক এক দিন পরই কুষ্টিয়া ও রাজধানীর হাতিরঝিল থেকে অপরাধ জগতের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার অন্যতম সহযোগী মোল্লা মাসুদসহ চারজনকে আটক করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (২৭ মে) রাজধানীর বনানীতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

জানা যায়, নব্বইয়ের দশকে মগবাজারের বিশাল সেন্টার ঘিরে সুব্রত বাইন গড়েছিলেন চাঁদাবাজি, টেন্ডারবাজি হত্যাসহ নিজের অপরাধের জগৎ, অন্যদিকে মোল্লা মাসুদ মতিঝিল ও গোপীবাগ এলাকায় ছিলেন ত্রাসের অপর নাম।

২০০১ সালের ২৫ ডিসেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর প্রকাশিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর নামের তালিকায়ও ছিল এ দুজনের নাম।

এরপর রেড অ্যালার্ট নোটিশ জারি হলেও দুজনই ছিলেন অনেকটা ধরাছোঁয়ার বাইরে। উপায়ান্তর না দেখে তাদের ধরতে পুরস্কারও ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে লাভ হয়নি কিছুতেই।

অবশেষে মঙ্গলবার (২৭ মে) সকালে কুষ্টিয়া এবং রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে সেনাবাহিনী। সঙ্গে আটক করা হয় তাদের দুই সহযোগী শুটার আরাফাত ও শরীফকেও।

বিকেলে এ-সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে আইএসপিআর জানায়, জাতীয় নিরাপত্তা নিশ্চিত ও জনগণের জানমালের রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ সেনাবাহিনী।

মন্তব্য করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

Archive Calendar

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930