ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৫ | ৮:৩৬ পিএম
ছবি : সংগৃহীত
ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশ নারী ফুটবল দল জর্ডানের আম্মানে পৌঁছেছে।
সোমবার সকালে জর্ডানের উদ্দেশ্যে দেশ ছাড়েন আফিদা-ঋতুপর্ণারা। বাহরাইনে যাত্রাবিরতি নিয়ে বাংলাদেশ সময় রাত ১০টায় আম্মানে টিম হোটেলে পৌঁছায় পিটার বাটলারের দল। নারী ফুটবলারদের এটাই প্রথম জর্ডান যাত্রা। ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে বাংলাদেশ।
আগামী জুনের তৃতীয় সপ্তাহে বাংলাদেশ নারী দলের এশিয়ান কাপ বাছাই মিয়ানমারে। সেই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য বাফুফে জর্ডানে দু’টি প্রীতি ম্যাচ খেলার ব্যবস্থা করেছে। জর্ডান ও ইন্দোনেশিয়া দুই দলই বাংলাদেশের চেয়ে র্যাংকিংয়ে অনেক এগিয়ে।
৩১ মে ইন্দোনেশিয়া ও ৩ জুন জর্ডানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।