কলিকাল প্রতিনিধি
প্রকাশ : ২৭ মে ২০২৫ | ৮:২৬ পিএম
ছবি : দৈনিক কলিকাল
দীর্ঘ ৩ ঘন্টা অভিযানের পর কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে তালিকাভুক্ত দুই শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে। একই সময় রাজধানীর হাতিরঝিল থেকে গ্রেপ্তার করা হয় আরও দুই সহোযোগিকে। সংবাদ সম্মেলনে সেনাবাহিনী জানায়, তাদের ধরতে দীর্ঘদিন ধরেই গোয়েন্দা অনুসন্ধান চালাচ্ছিল তারা।
২০০১ সালে ২৩ শীর্ষ সন্ত্রাসীর যে নামের তালিকা তৎকালীন সরকার ঘোষণা করেছিল, তাঁদের অন্যতম ছিলেন সুব্রত বাইন আর মোল্লা মাসুদ। মঙ্গলবার সকালে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয় এদুজনকে। একই সময় রাজধানীর হাতিরঝিল থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাদের আরও দুই সহোযোগিকে।
এ সময় তাঁদের কাছ থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ১০টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। ঢাকায় আনার পর সংবাদ সম্মেলনে আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল, সামি-উদ-দৌলা চৌধুরী জানান, প্রায় ৩ ঘন্টা অভিযান চলে কুষ্টিয়ায়, তবে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।
এদিকে, সুব্রত বাইন ও মোল্লা মাসুদ কতোদিন ধরে দেশে ছিল কিংবা তাদের পরিকল্পনা কি ছিল তা নিয়ে বিস্তারিত জানায়নি আইএসপিআর।
নব্বইয়ের দশকে ঢাকার অপরাধজগতের আলোচিত নাম ছিল সুব্রত বাইন। আধিপত্য বিস্তার করে দরপত্র নিয়ন্ত্রণ ও অসংখ্য খুন-জখমের অভিযোগ তার বিরুদ্ধে। তার নামে এখনো ইন্টারপোলের রেড নোটিশ জারি রয়েছে।
অন্যদিকে, সুব্রত বাইনের হাত ধরেই মোল্লা মাসুদ অপরাধ জগতে জড়িয়ে পড়েন। ২০০৩ সালের পরে তাঁকে আর বাংলাদেশে দেখা যায়নি। মোল্লা মাসুদের বিরুদ্ধে একাধিক হত্যাসহ বিভিন্ন মামলা আছে।