কলিকাল প্রতিনিধি
প্রকাশ : ২৭ মে ২০২৫ | ১১:৫১ এএম
ছবি : দৈনিক কলিকাল
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ প্রত্যাহারের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয়ে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যান্য দিন এখানে পুলিশ ও এপিবিএন সদস্য নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকলেও আজ মোতায়েন করা হয়েছে বিজিব ও সোয়াট সদস্যদের।
মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টায় সচিবালয় এলাকা ঘুরে এমন নিরাপত্তা ব্যবস্থার চিত্র দেখা গেছে।
জানা গেছে, সচিবালয় এলাকায় বাড়তি নিরাপত্তার জন্য সকাল ৮টা থেকে পুলিশ, এপিবিএন, বিজিব ও সোয়াট উপস্থিত হন। সকাল ১০টা ২০ মিনিট থেকে তাদের সঙ্গে যুক্ত হন র্যাব সদস্যরাও।
র্যাবের ডিএডি মো. সিরাজুল ইসলাম বলেন, সচিবালয়ের নিরাপত্তার জন্য র্যাবের দুটি টিম টহলরত রয়েছে। আমরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে আছি।
সচিবালয়ের মূল ফটক ছাড়াও অন্যান্য ফটকেও সতর্ক অবস্থানে রয়েছে সোয়াট, পুলিশ ও এপিবিএন সদস্যরা। মূল ফটকের অপরদিকে সড়কে রাখা রয়েছে সোয়াটের আর্মড ভেহিকল। এছাড়াও পুলিশের এপিসি কারও দেখা গেছে।