নকলা (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৫ | ৬:২৪ পিএম
ছবি : দৈনিক কলিকাল।
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় ‘আজিমুন নেছা তামিজ উদ্দিন স্মৃতি গণগ্রন্থাগার’র আয়োজনে দক্ষতার সহিত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ক রচনা ও উপস্থিত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রসাশন ও ঐক্যবদ্ধ ছাত্র সংগঠনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় নকলা প্রেসক্লাবের সদস্য, পেশাদার ভয়েজার ও ভিডিও এডিটর সরকারি নাজমুল স্মৃতি কলেজের শিক্ষার্থী তরুণ সাংবাদিক হাসান মিয়া প্রথম স্থান অধিকার করেন।
এছাড়া প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে সরকারি নাজমুল স্মৃতি কলেজের শিক্ষার্থী আল-আমিন এবং ময়মনসিংহের নাসিরাবাদ বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী আবু রাসেল।
সোমবার (২৬ মে) গণগ্রন্থাগারের সম্মুখে ‘বই পড়ি প্রযুক্তি আসক্তি রোধ করি, বই পড়ি জ্ঞানভিত্তিক সমাজ গড়ি’– এই প্রতিপাদ্যকে ধারণ করে দিনব্যাপি প্রতিযোগিতা চলে। এতে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
স্থানীয় শিক্ষানুরাগী শাহিন আলমের সঞ্চালনায় প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সচেতন নাগরিক কমিটি (সনাক) এর নালিতাবাড়ী শাখার সহ-সভাপতি মো. মশিউর রহমান মুছা ও বন্ধু ফাউন্ডেশনের জেলা ব্যবস্থাপক মো. মুশফিকুর রহমান।
প্রতিযোগিতা শেষে, গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল আলীম-এর সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।