আদালতে হাজির পরীমণি | কলিকাল
মঙ্গলবার ১৭ জুন ২০২৫ ৩ আষাঢ় ১৪৩২ ২০ জিলহজ ১৪৪৬

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২, ২০ জিলহজ ১৪৪৬

ঢালিউড

আদালতে হাজির পরীমণি

বিনোদন প্রতিনিধি

প্রকাশ : ২৬ মে ২০২৫ | ১:১৮ পিএম

আদালতে হাজির পরীমণি

ছবি ডিজাইন : দৈনিক কলিকাল

আলোচিত চিত্রনায়িকা পরীমণি হাজির হয়েছেন আদালতে। ব্যবসায়ী নাসির উদ্দিনের বিরুদ্ধে মারধর ও ধর্ষণচেষ্টা মামলায় চিত্রনায়িকা পরীমণির সাক্ষ্যের ওপর আসামিপক্ষের জেরার জন্য আদালতে হাজির হয়েছেন তিনি।

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৯-এ সোমবার (২৬ মে) সকালে হাজির হন অভিনেত্রী । তবে অন্যান্য মামলার ব্যস্ততার কারণে জেরার সময় পিছিয়ে বিকেল ৩টায় নির্ধারণ করেন আদালত।

পরীমণি ২০২১ সালের ১৪ জুন সাভার থানায় একটি মামলা করেন। সেখানে নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে এবং আরও চারজনকে অজ্ঞাত আসামি হিসেবে উল্লেখ করেন তিনি। অভিযোগে বলা হয়, পরীমণিকে ধর্ষণের চেষ্টা এবং তাকে হত্যার চেষ্টাও করা হয়েছিল।

পরবর্তীতে মামলার তদন্ত শেষে একই বছরের ৬ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তা কামাল হোসেন আদালতে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। এরপর ২০২২ সালের ১৮ মে আদালত অভিযোগ গঠনের মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু করেন।

২০২২ সালের ২৯ নভেম্বর পরীমণির আংশিক জবানবন্দির মধ্য দিয়ে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। গত বছরের ২৪ জুলাই পরীমণি আদালতে জবানবন্দি দিতে দ্বিধা প্রকাশ করলে তার আইনজীবী ‘ক্যামেরা ট্রায়াল’-এর আবেদন করেন, যা আদালত অনুমোদন দেন। পরে, ২২ সেপ্টেম্বর তার জবানবন্দি রেকর্ড সম্পন্ন হয়

মন্তব্য করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

Archive Calendar

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930