ইন্টারনেট সংযোগ পাচ্ছে ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয় | কলিকাল
মঙ্গলবার ১৭ জুন ২০২৫ ৩ আষাঢ় ১৪৩২ ২০ জিলহজ ১৪৪৬

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২, ২০ জিলহজ ১৪৪৬

উচ্চগতির

ইন্টারনেট সংযোগ পাচ্ছে ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়

কলিকাল প্রতিনিধি

প্রকাশ : ২৬ মে ২০২৫ | ১১:৪০ এএম

ইন্টারনেট সংযোগ পাচ্ছে ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়

ছবি : সংগৃহীত

প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির ব্যবহার বাড়াতে দেশজুড়ে ৬৫ হাজার ৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেওয়া হচ্ছে। এরই মধ্যে প্রায় ১৮ হাজার বিদ্যালয়ে এ সংযোগ স্থাপনের কাজও সম্পন্ন হয়েছে। বাকি বিদ্যালয়গুলোতেও দ্রুত সংযোগ দিতে কাজ চলছে।

‘ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি)’ শীর্ষক (প্রথম সংশোধিত) প্রকল্পের আওতায় এ কাজ করছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের অধীন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তর।

সূত্রমতে, প্রকল্পের মেয়াদ জুন ২০২৫ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এ সময়সীমার মধ্যে সব বিদ্যালয়ে ইন্টারনেট পৌঁছে দিতে ঈদুল আজহাসহ অন্যান্য সরকারি ছুটিতেও আইএসপি (ইন্টারনেট সেবা প্রদানকারী) প্রতিষ্ঠানগুলোকে কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এজন্য আইএসপি প্রতিষ্ঠানগুলোকে উপজেলাভিত্তিক কর্মপরিকল্পনা তৈরি করে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অন্তত তিনদিন আগে অবহিত করতে বলা হয়েছে।

এদিকে, সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো একটি চিঠিতে বলা হয়েছে, অবশিষ্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রয়োজনীয় নেটওয়ার্ক অবকাঠামো তৈরির কাজ এরই মধ্যে শেষ হয়েছে। এখন সংযোগ স্থাপনের কাজ চলছে এবং তা দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা রয়েছে।

মন্তব্য করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

Archive Calendar

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930