কলিকাল প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৫ | ১২:০৯ পিএম
ছবি : দৈনিক কলিকাল
শেরপুর জেলায় ছোট্ট একটি সেতুর অভাবে ভোগান্তিতে আছে তিন উপজেলার কয়েক হাজার মানুষ। যাতায়াতের জন্য বাঁশের সাঁকোই তাদের একমাত্র ভরসা। জীবনের ঝুঁকি নিয়ে এই সেতু দিয়ে চলাচল করতে হয় তাদের। ভোগান্তি এড়াতে দ্রুত সেতু নির্মাণের দাবি স্থানীয়দের।
শেরপুর সদর, ঝিনাইগাতী ও নালিতাবাড়ীসহ তিন উপজেলার সংযোগস্থল মালিঝি নদীর শাখা কলস নদী। প্রতিদিন যাতায়াত করতে এই নদীর ওপর ১৫০ ফুট দৈর্ঘ্যের একটি বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে কয়েক হাজার মানুষ যাতায়াত করেন এই সাঁকো দিয়ে।
সেতুর অভাবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে শিক্ষার্থীরা। সময়মত অনেকেই বিদ্যালয় যেতে পারে না। এতে ব্যাহত হচ্ছে শিক্ষাব্যবস্থা।
শিক্ষার্থীসহ সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে একটি সেতুর জোর দাবি জানালেন শেরপুর নালিতাবাড়ী পশ্চিম কলসপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিয়া সুলতানা।
সেবার মান নিশ্চিত ও ভোগান্তি এড়াতে দ্রুত সেতু নির্মাণের দাবি জানান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ। নদী পারাপারে সেতু নির্মাণে প্রশাসনের কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের।