হাতকড়াসহ আ.লীগ নেতাকে ছিনতাই, পুলিশ ‘অবরুদ্ধ’ | কলিকাল
রবিবার ২২ জুন ২০২৫ ৮ আষাঢ় ১৪৩২ ২৫ জিলহজ ১৪৪৬

রবিবার, ২২ জুন ২০২৫, ৮ আষাঢ় ১৪৩২, ২৫ জিলহজ ১৪৪৬

হাতকড়াসহ আ.লীগ নেতাকে ছিনতাই, পুলিশ ‘অবরুদ্ধ’

কলিকাল প্রতিনিধি

প্রকাশ : ২৪ মে ২০২৫ | ৯:৫৬ পিএম

হাতকড়াসহ আ.লীগ নেতাকে ছিনতাই, পুলিশ ‘অবরুদ্ধ’

লক্ষ্মীপুরের কমলনগরে আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজুকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়েছে স্থানীয় জনতা। এ সময় পুলিশকে ‘অবরুদ্ধ’ করে রাখেন তারা।

শনিবার (২৪ মে) দুপুরে উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে চরঠিকা গ্রামে ওই আওয়ামী লীগের নেতার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। তিনি চরকাদিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

স্থানীয়রা জানায়, আওয়ামী লীগ নেতা রাজুকে দুপুর ১২ টার দিকে গ্রেফতার করেন কমলনগর থানার এএসআই প্রদীপ চন্দ্র দাস। এ সময় এলাকার শতাধিক নেতাকর্মী-সমর্থক একত্রিত হয়ে পুলিশের উপস্থিতিতে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে রাজুকে পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেন বিক্ষোভকারীরা। পরে হ্যান্ডকাপসহ রাজু ঘটনাস্থল থেকে সটকে পড়েন।

খবর পেয়ে কমলনগর থানার ওসি মোহাম্মদ তোহিদুল ইসলাম ঘটনাস্থলে যান। সেখানে তিনি উত্তেজিত জনতাকে শান্ত থাকার আহবান জানিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেএসডির যুব পরিষদ নেতা ও আওয়ামী লীগ নেতা রাজুর নিকটআত্মীয় খোকন পরবর্তীতে হ্যান্ডকাপটি উদ্ধার করে থানা পুলিশের কাছে দেন।

ওসি মোহাম্মদ তোহিদুল ইসলাম বলেন, আশরাফ উদ্দিন রাজন রাজু ডেভিল হান্টের আসামি। দুপুরে পুলিশ ওই এলাকায় মাদক মামলার এক আসামিকে ধরতে অভিযানে যায়। এ সময়  রাজুকে দেখতে পেয়ে গ্রেফতার করে পুলিশ। এক পর্যায়ে স্থানীয় বিক্ষুব্ধ জনতা পুলিশের হাত থেকে রাজুকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেয়।

সহকারী পুলিশ সুপার সার্কেল (কমলনগর-রামগতি) মোহাম্মদ রকিবুল হাসান বলেন, আওয়ামী লীগ নেতা রাজুকে গ্রেফতারের পর বিক্ষুব্ধ জনতা পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ তাকে ছিনিয়ে নেয়। তাকে ধরতে পুলিশি অভিযান চলছে।

পুলিশ কীভাবে হ্যান্ডকাপ উদ্ধার করল এমন প্রশ্নের জবাবে তিনি জানান, স্থানীয়রা হ্যান্ডকাপটি পুলিশের কাছে হস্তান্তর করেছে। তবে তিনি কারও নাম পরিচয় জানাননি।

মন্তব্য করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

Archive Calendar

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930