কলিকাল প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৫ | ১২:৫৩ পিএম
ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টাকে সব দলের প্রধানকে ডেকে কথা বলার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শুক্রবার নারায়ণগঞ্জের রূপগঞ্জের দলের গণসমাবেশে যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান।
এ সময় তিনি আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়িয়ে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে, যার কারণে রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে।
“ডক্টর মুহাম্মদ ইউনূসকে বলব, আপনি যদি কোনো সমস্যা বোধ করেন, আপনি যদি রাষ্ট্র পরিচালনায় কোনো চ্যালেঞ্জ অনুভব করেন, তাহলে সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দকে ডেকে তাদের সাথে খোলামেলা আলোচনা করুন। আজ যদি আমরা সমস্ত রাজনৈতিক দল এই সরকারকে সাপোর্ট না করি, তাহলে সরকার টিকবে না,” বলেন নুর।