কলিকাল ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৫ | ১১:২২ এএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশ ভূ-রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে”- বলে ভারতীয় মিডিয়ার প্রচার ভিত্তিহীন এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রনোদিত বিকৃতি। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
বিবৃতিতে এসময় আর বলা হয় ড. ইউনূস ক্ষমতা দখল করেননি, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে তাঁকে সরকার প্রধান করা হয়েছে। অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকার প্রচেষ্টাও তাঁর নেই।
ভারতীয় মিডিয়ায় তাঁকে “জামায়াতের পুতুল” বলে দাবি বিভ্রান্তিকর। অন্তর্র্বতী সরকারে জামায়াতের প্রতিনিধিত্ব নেই এবং তাদের প্রতি নিষেধাজ্ঞা প্রত্যাহার ছিলো কেবল একটি আইনি পদক্ষেপ বলেও এতে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয় ভারত, চীন, যুক্তরাষ্ট্র ও আইএমএফ-এর সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতি বজায় রেখেছেন ড. ইউনূস।
বিবৃতিতে বলা হয় সেনাঅভ্যূত্থানের গুজব প্রকাশ্যে খন্ডন করেছে সেনাবাহিনী। গণতান্ত্রিক উত্তরণের প্রতি তাদের সমর্থন জানিয়েছে আবারো।