আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৫ | ১০:০৬ এএম
ছবি : সংগৃহীত
অবরুদ্ধ গাজা উপত্যকায় অবিরাম গণহত্যা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। বর্বর নেতানিয়াহু বাহিনী নৃশংস ড্রোন ও বোমা হামলায় গত ২৪ ঘন্টায় আরও ৭৬ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এ নিয়ে গত দেড় বছরে ভূখণ্ডটিতে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৮২২ জনে।
শনিবার (২৪ মে) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘এ নিষ্ঠুর সংঘাতের সবচেয়ে নিষ্ঠুর পর্বে পৌঁছেছে গাজা সংকট। গাজার উত্তরাঞ্চলে এখনো পর্যন্ত কোনো ত্রাণ পৌঁছায়নি এবং গোটা উপত্যকায় কেবল এক চামচ পরিমাণ সহায়তা ঢুকতে দেয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যা থেকে শুক্রবার (২৩ মে) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন কমপক্ষে ৭৬ জন ফিলিস্তিনি। এ ৭৬ জনের মধ্যে ৫০ জনই গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থী শিবিরের বাসিন্দা ছিলেন। পাশাপাশি আহত হয়েছেন আরও অন্তত ১৮৫ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে আরও বলেছে, নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ অনেকেই ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছেন। তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। শুক্রবারের অভিযানের পর গত দেড় বছরে উপত্যকায় মোট নিহত ও আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে ৫৩ হাজার ৮২২ জন এবং ১ লাখ ২২ হাজার ৩৮২ জনে। এ নিহত এবং আহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু।