তটিনীর নতুন নাটক, সঙ্গী জোভান | কলিকাল
মঙ্গলবার ১৭ জুন ২০২৫ ৩ আষাঢ় ১৪৩২ ২০ জিলহজ ১৪৪৬

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২, ২০ জিলহজ ১৪৪৬

নাটক

তটিনীর নতুন নাটক, সঙ্গী জোভান

শিল্প প্রতিবেদক

প্রকাশ : ২৩ মে ২০২৫ | ১১:০৫ পিএম

তটিনীর নতুন নাটক, সঙ্গী জোভান

ছবি : সংগৃহীত

রোমান্টিক নাটকে অভিনয় করে ইতিমধ্যে দর্শকের ব্যাপক মনোযোগ কেড়েছেন অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। এবার আরও একটি ভালোবাসার গল্পে অভিনয় করতে দেখা গেল তাঁকে। নাটকের নাম ‘প্রিয় প্রিয়সিনী’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। এতে তটিনীর বিপরীতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি দর্শকের জন্য উন্মুক্ত করা হয়েছে।

এর আগে জোভান-তটিনী জুটি ‘রেশমী চুড়ি’, ‘বলতে চাই’, ‘সুহাসিনী’, ‘রঙ রাধিয়া’, ‘একটাই তুমি’, ‘মন পিঞ্জিরা’, ‘ভালোবাসার প্রথম কদম ফুল’, ‘সর্বস্ব বাজি’, ‘সুঁই’, ‘ভবঘুরে ভালোবাসা’, ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘কিছু কথা বাকি’, ‘চলতে চলতে’, ‘বৃষ্টিতে দেখা’, ‘ভিতরে বাহিরে’, ‘বিয়ের গণ্ডগোল’, ‘হৃদয়ের এক কোণে’, ‘এক জীবনে’, ‘হঠাৎ ভালোবাসা’সহ আরও বেশ কিছু গান নাটকে অভিনয় করে দর্শকের মনে আলাদাভাবে জায়গা করে নিয়েছেন এ জুটি। সে কারণে দর্শক প্রত্যাশা পূরণে এ জুটিকে ভালোবাসার নতুন এক গল্পের উপস্থাপনা বলে নির্মাতা জানান।

তটিনীর কথায়, দর্শকের ভালোলাগাকে প্রাধান্য দিয়ে রোমান্টিক এ নাটকে অভিনয় করা। এর আগেও বেশ কিছু ভালোবাসার গল্পে কাজ করেছি। সেসব গল্প থেকে ‘প্রিয় প্রিয়সিনী’ কিছুটা হলেও ভিন্ন ধাঁচের, যা দর্শক মনে ছাপ ফেলবে বলেও আশা প্রকাশ করেন এ অভিনেত্রী।

মন্তব্য করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

Archive Calendar

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930