'ড. ইউনূস থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে জনগণ’ | কলিকাল
রবিবার ২২ জুন ২০২৫ ৮ আষাঢ় ১৪৩২ ২৫ জিলহজ ১৪৪৬

রবিবার, ২২ জুন ২০২৫, ৮ আষাঢ় ১৪৩২, ২৫ জিলহজ ১৪৪৬

সালাউদ্দিন বললেন

‘ড. ইউনূস থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে জনগণ’

কলিকাল প্রতিনিধি

প্রকাশ : ২৩ মে ২০২৫ | ৯:৪৯ পিএম

‘ড. ইউনূস থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে জনগণ’

ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ চায় না বিএনপি। তবে তিনি থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে জনগণ। বলেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (২৩ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এর আগে বৃহস্পতিবার (২২ মে) গুঞ্জন রটে প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করছেন ড. মুহম্মদ ইউনূস। এমন খবরে রাজনৈতিক অঙ্গণে শুরু হয় নানা আলোচনা। যদিও বিএনপির দাবি ছিল, দুই ছাত্র ও নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ।

এ সময় নির্বাচন, করিডোর ও দেশের পরিস্থিতি নিয়ে সেনাপ্রধানের বক্তব্যকে স্বাগত জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, করিডর, চট্টগ্রাম বন্দর, নির্বাচন ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাপ্রধান তার অবস্থান পরিস্কার করেছেন।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য অভিযোগ করে বলেন, সম্প্রতি কয়েক দফায় ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ চেয়েও সময় পায়নি বিএনপি।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা নির্বাচনের রোডম্যাপ দিতে বললে সরকারের কয়েকটি কর্ণার বিলম্বিত করে সরকারকে টেনে নিয়ে যেতে চায়। আর এ দায়-দায়িত্বগুলো প্রধান উপদেষ্টার ঘাড়ে এসে যাচ্ছে।

রাষ্ট্র পরিচালনায় আবেগের কোনো বিষয় নয় উল্লেখ করে তিনি বলেন, আবেগতাড়িত কোনো সিদ্ধান্ত নেয়ার বিষয় নয় এটি। আমরা তো উনার পদত্যাগ চাইনি। তারপরও উনি যদি ব্যক্তিগতভাবে মনে করেন, উনার অসুবিধা হচ্ছে, থাকতে চান না। তখন জাতি সেটার বিকল্প চিন্তা করবে। এ পৃথিবীতে কেউ অপরিহার্য নয়।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, সরকারের ভেতরে ও বাইরে কয়েকটি চক্র আছে। যারা নির্বাচন চায় না। কেউ কেউ চাইলেও অনেক বিলম্বে চায়। আমরা আরও কয়েকদিন দেখবো, প্রধান উপদেষ্টার যদি শুভবুদ্ধি উদয় হয়, তাহলে ভালো। অন্যথায় আমরা আমাদের পন্থা বেছে নেব।

এ সময় সালাহউদ্দিন আহমদ ইশরাকের শপথ আর তার সমর্থকদের কয়েকদিনের টানা আন্দোলন েপ্রসঙ্গেও কথা বলেন। তিনি বলেন, উনারা বলছেন যে যমুনা ঘেরাও হচ্ছে, এটা হচ্ছে, ওটা হচ্ছে— সেই সংস্কৃতি তো উনারা সৃষ্টি করেছেন। ইতোপূর্বে এমন কর্মকাণ্ড করতে উনারা অ্যালাউ করেছেন একটি রাজনৈতিক দলকে। সুতরাং যথাসময়ে যা করা দরকার সেটি না করে চাপের মুখে দাবি মেনে নেয়ার যে সংস্কৃতি সৃষ্টি করেছেন, এজন্য তো এ সরকারই দায়ী।

সরকারের বিষয়ে শিগগির যুগপৎ আন্দোলনের শরিকদেরও বিএনপির অবস্থান জানানো হবে বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ।

মন্তব্য করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

Archive Calendar

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930