শুধু নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নিইনি: উপদেষ্টা রিজওয়ানা | কলিকাল
শুক্রবার ১৩ জুন ২০২৫ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ ১৬ জিলহজ ১৪৪৬

শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ জিলহজ ১৪৪৬

শুধু নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নিইনি: উপদেষ্টা রিজওয়ানা

কলিকাল প্রতিনিধি

প্রকাশ : ২৩ মে ২০২৫ | ৩:৩০ পিএম

শুধু নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নিইনি: উপদেষ্টা রিজওয়ানা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শুধু নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নিইনি।

শুক্রবার (২৩ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ প্রাণিবিদ্যা সমিতির ২৪তম জাতীয় সম্মেলন এবং বার্ষিক সাধারণ সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, কিছু কিছু গুরু দায়িত্ব আছে, সেগুলো পালনের সঙ্গেও তো মাসের একটা সম্পর্ক থাকতে পারে। তো ওনার যদি কোনো কিছু বলার থাকে—আমি নির্বাচনের প্রশ্নেও বলেছি, দায়িত্ব পালনের প্রশ্নে বলেছি—ওটা আপনারা ওনার থেকেই শুনবেন।

সৈয়দা রিজওয়ানা হাসান  বলেন, কালকে (বৃহস্পতিবার) মিটিংয়ের পর আমরা অনেকক্ষণ আলোচনা করেছি। আমাদের তিনটা মোটা দাগের দায়িত্ব এবং তিনটাই কঠিন কঠিন দায়িত্ব। একটা দায়িত্ব হচ্ছে সংস্কার, একটা দায়িত্ব হচ্ছে বিচার, একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন। শুধু নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নিইনি। আরও দুইটা দায়িত্ব আছে, আমরা সেগুলো পালন করতে পারছি কি না।

উপদেষ্টা আরও বলেন, আমরা দায়িত্ব নেয়ার পর থেকে যার যত রকম দাবি আছে, সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে। রাস্তা আটকে দিচ্ছে। একদম ঢাকা শহর অচল হয়ে পড়ছে। সে অচল অবস্থা নিরসনে আমরা কিছু করতে পারছি কি না, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। এগুলো আলোচনা করে যেটা আমরা চিন্তা করলাম যে, আমাদের এ দায়িত্বটা কিন্তু জাতীয় দায়িত্ব। এবং আমরা তো আগে থেকেই বলছি যে, আমরা ক্ষমতা নিইনি, দায়িত্বে আছি। এ দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাব।

রিজওয়ানা বলেন, প্রত্যাশা অনেকেরই থাকতে পারে। কিন্তু আমার তো একটা এনাবলিং এনভায়মেন্ট থাকতে হবে এ প্রত্যাশাটা পূরণ করার জন্য। তো আমরা চিন্তা করেছি যে, এই বড় দাগের তিনটা দায়িত্ব পালন করার জন্য এই প্রতিবন্ধকতাগুলোকে আমরা কীভাবে মোকাবিলা করব। আদৌ মোকাবিলা করতে পারব কি না। যদি মোকাবিলা করতে পারি, কীভাবে করব। যদি মোকাবিলা করতে না পারি, তাহলে আমাদের কি করণীয় হবে আমরা সকলে মিলে এটা চিন্তা করছি।

তিনি বলেন, আর প্রধান উপদেষ্টা যদি কোনো সিদ্ধান্ত নেন কোনো ব্যাপারে, আমরা প্রথম থেকেই বলে এসছি—উনি একটা সময় দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তার একদিনও এদিক-সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই। এগুলো নিয়ে অন্য ধরনের কোনো কথা বলারও সুযোগ হওয়া উচিত ছিল না।

উপদেষ্টা আরও বলেন, কিছু কিছু গুরু দায়িত্ব আছে, সেগুলো পালনের সঙ্গেও তো মাসের একটা সম্পর্ক থাকতে পারে। তো ওনার যদি কোনো কিছু বলার থাকে—আমি নির্বাচনের প্রশ্নেও বলেছি, দায়িত্ব পালনের প্রশ্নে বলেছি—ওটা আপনারা ওনার থেকেই শুনবেন।

মন্তব্য করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

Archive Calendar

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930