কলিকাল প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৫ | ১০:৩১ পিএম
ছবি : সংগৃহীত
আসামিদের গ্রেপ্তারের ক্ষমতা পেলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
আজ বৃহস্পতিবার (২২ মে) রাতে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল-১) কার্যবিধি, ২০১০-এর সংশোধনের খসড়া প্রস্তাবে ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটরদের আসামিদের গ্রেফতারে ক্ষমতা দেওয়া হচ্ছে, এ লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল-১) কার্যবিধি, ২০১০-এ কিছু বিধি সংশোধন হচ্ছে। এই সংশোধনীর মাধ্যমে ট্রাইব্যুনালের কিছু ক্ষমতা কমানো হতে পারে।