কলিকাল প্রতিনিধি
প্রকাশ : ২২ মে ২০২৫ | ৩:১৯ পিএম
ছবি : দৈনিক কলিকাল
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দলটির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে রাজধানীর কাকরাইল মোড়ে আয়োজিত কর্মসূচিতে এ ঘোষণা দেন তারা।
এ সময় ‘যমুনারে যমুনা, শপথ ছাড়া যাব না’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো কাকরাইল এলাকা।
এর আগে, বুধবার সকাল থেকে শুরু হওয়া এ আন্দোলনে সারারাত কাকরাইলে অবস্থান করেন ইশরাক হোসেনের সমর্থকরা। তারা রাতভর বিক্ষোভ চালিয়ে যান এবং ইশরাকের শপথ আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
কাকরাইল মোড়ে দেখা যায়, দলটির নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে বিক্ষোভে অংশ নিচ্ছেন। তারা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। পাশাপাশি, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানো পর্যন্ত সড়ক না ছাড়ারও ঘোষণা দেন আন্দোলনকারীরা।
এ সময় ‘যমুনারে যমুনা, শপথ ছাড়া যাব না’, ‘এই মাত্র খবর এলো, ইশরাক ভাই মেয়র হলো’, ‘দফা এক, দাবি-নির্বাচিত সরকার’সহ বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা।
আন্দোলনকারীরা জানান, ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানো পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না। ছাড়া তারা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ চান।