ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৫ | ২:০৯ এএম
ছবি : সংগৃহীত
সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে বাংলাদেশের রেকর্ড ২০৫ রান তাড়া করে জয়ের কীর্তি গড়েই বার্তা দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত।
শেষ ম্যাচে ব্যাট করতে নামা বাংলাদেশকে বিপর্যয়ে ফেলে ইতিহাস গড়ার পথ তৈরি করে তারা। জাকের আলী ও হাসান মাহমুদের দৃঢ়তায় লড়াইয়ের পুঁজি পেলেও লড়াই জমাতে পারেনি বাংলাদেশ। আমিরাতের কাছে ৫ বল থাকতে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছেন লিটন দাসরা। ২-১ ব্যবধানে সিরিজ হারের লজ্জায় ডুবেছে।