কলিকাল প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৫ | ৪:৫২ পিএম
ছবি : সংগৃহীত
নির্বাচন কমিশন নিয়োগ আইনে বর্তমান পাঁচ সদস্যের কমিশন নিয়োগ হওয়ায় ইসির পুনর্গঠনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ বুধবার (২১ মে) নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি থেকে দলটির নেতারা এ দাবি করেন।
এ সময় তারা, এই মুহূর্তে দরকার স্থানীয় সরকার, শেখ হাসিনার ইসি মানি না মানবো নাসহ বিভিন্ন স্লোগান দেন।
এনসিপি’র ঢাকা মহানগর আয়োজিত এ সমাবেশে কলাবাগান প্রতিনিধি মাসুম বিল্লাহ বলেন, বর্তমান ইসি প্রশ্নবিদ্ধ কাজ করছে, অবৈধ আইনে গঠিত হয়েছে। আমরা এ ইসি পুনর্গঠনের দাবি জানাই। দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানাই।
শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আবু আবদুল্লাহ বলেন, অবৈধ উপায়ে গঠিত এ ইসি মেনে নেবো না। আমরা এখানে দাঁড়াতে বাধ্য হয়েছি। এ ইসির পরিবর্তন চাচ্ছি।
রমনা থানা শাখার নারী প্রতিনিধি ডা. ইশরাত জাহান বলেন, এ ইসিকে ধিক্কার জানাই, একটি বড় দলকে সাপোর্ট করছে। এমন ইসির পুনর্গঠন চাই।
এনসিপির প্রতিনিধিরা বলেন, ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে। এ ইসি হাসিনা সরকারের মতো চলছে। নতুন ইসি দিয়ে স্থানীয় নির্বাচন দিন, এর আগে জাতীয় নির্বাচন এর আলাপ হবে না। স্থানীয় সরকার নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করুন। লতিফ মার্কা নির্বাচন চাই না।
বিএনপির সমালোচনা করে তারা বলেন, ১৭ বছর ফ্যাসিস্ট নামাতে পারেননি, রাজনীতির ভাষায় কথা বলেন। নতুন করে অস্থিতিশীল করার জন্য কাজ চলছে, নির্বাচন ভবনে এমন লোক আছে। এ ইসিকে সতর্ক করছি হয় অবস্থান পরিবর্তন করুন, নয়তো বলে যান। আপনারা নিরপেক্ষতা প্রমাণে ব্যর্থ।
এনসিপি নেতারা বলেন, ২০২২ এর আইনের অধীনে এ ইসি গঠন করা হয়। এনসিপি চায় সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী নতুন ইসি গঠন করতে হবে।