বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা আটক | কলিকাল
শুক্রবার ১৩ জুন ২০২৫ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ ১৬ জিলহজ ১৪৪৬

শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ জিলহজ ১৪৪৬

মানিকগঞ্জে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা আটক

কলিকাল প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৫ | ৩:৫১ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা আটক

ছবি : সংগৃহীত

অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা মেহেরাব খান ও আশরাফুল ইসলাম রাজুকে আটক করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।

আজ বুধবার (২১ মে) সকালে নিজ বাসা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত আশরাফুল ইসলাম রাজু শিবালয় উপজেলার নবগ্রাম এলাকার রজ্জব মোল্লার ছেলে এবং মেহেরাব খান পৌরসভার উত্তর সেওতা এলাকার মতিউর রহমানের ছেলে। তারা উভয়ই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মানিকগঞ্জ জেলা শাখার যুগ্ম সদস্য সচিব পদে দায়িত্ব পালন করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মেহেরাব ও রাজুর বিরুদ্ধে পলাতক আওয়ামী লীগ সদস্যসহ অনেকের বিরুদ্ধে মামলা থেকে অব্যাহতি দেয়ার কথা বলে বড় অঙ্কের চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এছাড়া পুলিশের সাথে অসদাচরণ এবং ‘মানিকগঞ্জ নিউজ’ নামে একটি ফেক আইডির সাথে সংশ্লিষ্টতার অভিযোগও আছে। পরবর্তীতে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মানিকগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রমজান মাহমুদ জানান, মেহেরাব খান ও আশরাফুল ইসলাম রাজু জুলাই-আগস্টের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। এ সময় কোনও কাজে তাদের ভুল থাকলে, তার জন্য দুঃখও প্রকাশ করেন তিনি। তবে আটককৃতদের মুক্তি না দিলে কর্মসূচির ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ নেতা।

মন্তব্য করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

Archive Calendar

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930