কলিকাল প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৫ | ২:১৯ পিএম
ছবি : সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলা বাতিল করেছেন আপিল বিভাগ।
আজ বুধবার (২১ মে) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে মির্জা আব্বাসের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। শুনানিতে তাদের সহায়তা করেন অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান বিশ্বাস।
জানা যায়, ২০০৬ সালে তৎকালীন গৃহায়ন প্রতিমন্ত্রী আলমগীর কবিরের হস্তক্ষেপে নিয়ম বহির্ভূতভাবে রাজধানীর মিরপুর ৮ নম্বরে সাত একর জমির একটি প্লট বরাদ্দ দেওয়া হয় ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেড নামের একটি সংগঠনকে। এ ঘটনায় দুর্নীতির অভিযোগে ২০১৪ সালের ৬ মার্চ শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়।