আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৫ | ২:০৪ পিএম
ছবি : সংগৃহীত
গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও ফিলিস্তিনিদের উচ্ছেদের সম্ভাব্য পরিকল্পনার কড়া বিরোধিতা জানিয়েছে জার্মানি। দেশটি বলেছে, গাজা উপত্যকার মানবিক সংকট দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে।
মঙ্গলবার (২০ মে) ব্রাসেলসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুল বলেন, গাজা উপত্যকার বর্তমান অবস্থা সহ্য করা যাচ্ছে না। আমি সম্প্রতি ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ড সফর করে সরেজমিনে দেখেছি, সেখানকার অবস্থা আগের চেয়ে আরো খারাপ হয়েছে।
ফিলিস্তিনিদের উচ্ছেদের বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ওয়াডেফুল স্পষ্টভাবে বলেন, গাজা থেকে ফিলিস্তিনিদের কোনোভাবেই চাপ প্রয়োগ করে বা অন্য কোনোভাবে উচ্ছেদ করা যাবে না। ইসরায়েলিদের সঙ্গেও আমি এই বার্তা পরিষ্কারভাবে জানিয়েছি।
তিনি বলেন, জার্মানি বিশ্বাস করে, ইসরায়েল-ফিলিস্তিন সংকটের একমাত্র টেকসই সমাধান হলো দুই রাষ্ট্রভিত্তিক সমাধান। এই নীতির ভিত্তিতেই জার্মানি ভবিষ্যতে কাজ করে যাবে।
জার্মানি বারবার কূটনৈতিক পথে এই সংঘাতের সমাধান চেয়ে আসছে এবং ইসরায়েলকে গাজার মানবিক পরিস্থিতি উন্নয়নের জন্য দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানায়।