কলিকাল প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৫ | ৩:০৬ এএম
ছবি : সংগৃহীত
গাজীপুর জেলা বিএনপির অধীনস্থ সব ইউনিট কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেছে জেলা বিএনপি।
সোমবার (২০ মে) দলটির গাজীপুর জেলা শাখার আহবায়ক কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে স্বাক্ষর করেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক ফজলুল হক মিলন, যুগ্ম আহবায়ক ডা. রফিকুল ইসলাম বাচ্চু ও সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর জেলা বিএনপির অধীনস্ত স্বাধীনভাবে পরিচালিত সব ইউনিট কমিটি বিলুপ্ত করা হলো।
এর আগে, গত ৩ মে খুলনা মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী মহিলা দল খুলনা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত করা হয়েছে। কিন্তু প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির কোনো কারণ উল্লেখ করা হয়নি।