শিল্প-সাহিত্য ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৫ | ১০:৫৪ পিএম
ছবি : দৈনিক কলিকাল
প্রেস বিজ্ঞপ্তি :
——————–
‘জাগাইছে জনে জনে প্রজ্ঞা স্পন্দন’– এই স্লোগানকে ধারণ করে, ময়মনসিংহ সাহিত্য সংসদের সার্বিক উন্নয়ন, গঠনমূলক পরিবর্তন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামী শুক্রবার (২৩ মে) সভাটি অনুষ্ঠিত হবে ময়মনসিংহ শহরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে, বিকাল ৩:৩০ ঘটিকায়।
দীর্ঘদিন পর আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় সংগঠনের সকল সম্মানিত সদস্যদের উপস্থিতি এবং সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত প্রত্যাশিত।
সাহিত্যচর্চার ধারাবাহিকতা রক্ষা, সাংগঠনিক কাঠামোর পুনর্বিন্যাস এবং আগামী দিনের রূপরেখা প্রণয়নে এই সভা হবে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
একই দিনে, সভা শেষে সন্ধ্যা ৬টায় একই মিলনায়তনে ময়মনসিংহ সাহিত্য সংসদের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। উক্ত সংবাদ সম্মেলনে সংগঠনের সিদ্ধান্তসমূহ, ভবিষ্যৎ পরিকল্পনা ও সাংগঠনিক কার্যক্রমের বিস্তারিত তুলে ধরা হবে।
এ উপলক্ষে ময়মনসিংহের সকল গণমাধ্যমকর্মীদের উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক স্বাধীন চৌধুরী।