কলিকাল প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৫ | ১০:৪৯ পিএম
ছবি : সংগৃহীত
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার সাবেক প্যানেল মেয়র মামুন- অর- রশিদকে (৪৫) আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২০মে) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর জেলা স্কুলমোড় থেকে তাকে আটক করে ময়মনসিংহ ডিবি পুলিশ।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ডিবির ইন্সপেক্টর মহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ময়মনসিংহ নগরীর জেলা স্কুলমোড় থেকে ত্রিশাল পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মামুন- অর- রশিদকে আটক করা হয়।
তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।