সাত দফা দাবি উত্থাপন করে আত্মপ্রকাশ ‘জুলাই ঐক্য’ | কলিকাল
শুক্রবার ১৩ জুন ২০২৫ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ ১৬ জিলহজ ১৪৪৬

শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ জিলহজ ১৪৪৬

সাত দফা দাবি উত্থাপন করে আত্মপ্রকাশ ‘জুলাই ঐক্য’

কলিকাল প্রতিবেদক

প্রকাশ : ২০ মে ২০২৫ | ৬:১৬ পিএম

সাত দফা দাবি উত্থাপন করে আত্মপ্রকাশ ‘জুলাই ঐক্য’

ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের সহযোগীদের বিচারের দাবিতে সাত দফা দাবি উত্থাপন করেছে সম্প্রতি আত্মপ্রকাশ করা প্ল্যাটফর্ম ‘জুলাই ঐক্য’।

আজ মঙ্গলবার (২০ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা সরকারের কাছে এসব দাবি উত্থাপন করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ মে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও দলটির নিবন্ধন স্থগিত করা হয়েছে—তবে গ্যাজেট অনুযায়ী সংগঠনটির সহযোগী সংগঠন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে এখনও কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি।

সংগঠনটির পক্ষ থেকে আংশিকভাবে একটি “দোসর তালিকা” প্রকাশ করা হয়েছে, এবং জানানো হয়, বিভিন্ন সেক্টরের সঙ্গে যুক্ত আরও ব্যক্তিদের নাম শিগগিরই ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

‘জুলাই ঐক্য’র সাত দফা দাবি:
১. ৩১ মে’র মধ্যে তালিকাভুক্ত আওয়ামী লীগ সংশ্লিষ্ট সব দোসরকে বাধ্যতামূলক অবসর দিতে হবে।

২. তিন কর্মদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করে দৃষ্টিগোচর অগ্রগতি জনগণের সামনে উপস্থাপন করতে হবে।

৩. ছাত্র আন্দোলন দমন ও তথ্য পাচারে জড়িত আমলাদের ব্যাংক হিসাব ও অবৈধ সম্পদ জব্দ করতে হবে।

৪.এসব কর্মকর্তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে হবে এবং আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

৫. ৫ আগস্ট (৩৬শে জুলাই) এর মধ্যে চিহ্নিত স্বৈরাচারের দোসরদের সরকারি ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।

৬. আইনের ১৩২ ধারা (যা পুলিশকে দায়মুক্তি দেয়) বাতিল বা সংশোধন করতে হবে।

৭. সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা প্রকাশ এবং তাদের অবস্থান, সহযোগী ও বিদেশে পালানোর তথ্য জানাতে হবে।

‘জুলাই ঐক্য’ হুঁশিয়ার করে জানিয়েছে, যদি ৩১ মে’র মধ্যে এসব দাবির বাস্তবায়ন না হয়, তাহলে ছাত্রজনতা ও জুলাই চেতনায় বিশ্বাসী সকল সংগঠনকে নিয়ে সচিবালয় অভিমুখে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

গত ৬ মে ৩৫টি সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সমন্বয়ে গঠিত হয় ‘জুলাই ঐক্য’। আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিকে সামনে রেখে তারা আত্মপ্রকাশ করে।

মন্তব্য করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

Archive Calendar

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930