নাম পরিবর্তন হয়েছে তিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের | কলিকাল
মঙ্গলবার ১৭ জুন ২০২৫ ৩ আষাঢ় ১৪৩২ ২০ জিলহজ ১৪৪৬

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২, ২০ জিলহজ ১৪৪৬

মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান)

নাম পরিবর্তন হয়েছে তিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের

কলিকাল প্রতিবেদক

প্রকাশ : ২০ মে ২০২৫ | ১২:১৪ পিএম

নাম পরিবর্তন হয়েছে তিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের

ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের সাবেক সংসদ সদস্য ও শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সুকুমার রঞ্জন ঘোষ, তার স্ত্রী আভা রাণী ঘোষ এবং শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সেলিম আহমেদ ভূইয়ার নামে থাকা তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত এক চিঠিতে রাষ্ট্রপতির আদেশক্রমে গত ১৮ মে এ তথ্য জানানো হয়।

নাম পরিবর্তন হওয়া বিদ্যালয়গুলো হলো:

সুকুমার রঞ্জন ঘোষ সরকারি প্রাথমিক বিদ্যালয় (অবস্থান: রাঢ়িখাল ইউনিয়নের প্রাণী মণ্ডল গ্রাম) -পরিবর্তিত নাম: প্রাণী মণ্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়

আভা রাণী ঘোষ সরকারি প্রাথমিক বিদ্যালয় (অবস্থান: পাটাভোগ ইউনিয়নের জশুরগাঁও)
– পরিবর্তিত নাম: জশুরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়

আলহাজ্ব সেলিম আহমেদ ভূইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (অবস্থান: কুকুটিয়া ইউনিয়ন) -পরিবর্তিত নাম: কুকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

শ্রীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সরকারি অর্থে প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কোনো ব্যক্তির নামে নামকরণ না করার নীতিমালার আলোকে এই পরিবর্তন আনা হয়েছে।

মন্তব্য করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

Archive Calendar

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930