ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৫ | ৯:৩১ পিএম
ছবি : সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ব্যাট করার সময় বাংলাদেশের উদ্বোধনী ব্যাটার পারভেজ হোসেন ইমন বাম কুঁচকিতে অস্বস্তি অনুভব করেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাই দ্বিতীয় ম্যাচে তাকে একাদশে রাখা হয়নি।
আজ সোমবার (১৯ মে) শারজাহতে ম্যাচ শুরুর পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিসিবি। তার পরিবর্তে আজ দলে সুযোগ পান নাজমুল হোসেন শান্ত।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ইমনের ফিটনেস পরীক্ষা করা হয়। তাকে একাদশে রাখার জন্য ফিট ঘোষণা করা হয়। তবে সাবধানতার অবলম্বনের জন্য টিম ম্যানেজমেন্ট তাকে সম্পূর্ণ সুস্থ হওয়ার জন্য অতিরিক্ত সময় দেওয়ার সিদ্ধান্ত নেয়।
উল্লেখ্য, প্রথম টি-২০তে ৯ ছক্কা ও ৫ চারে ৫৪ বলে ১০০ রানের ইনিংস খেলেছিলেন পারভেজ হোসেন ইমন।