আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৫ | ১২:৩৭ পিএম
ছবি : সংগৃহীত
ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে সব ধরনের বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছে। ইসরায়েলের টেলিভিশন চ্যানেল চ্যানেল ১২ এ তথ্য জানিয়েছে।
আল-জাজিরা জানায়, বিমান চলাচল বন্ধের এই সিদ্ধান্ত কতক্ষণ বলবৎ থাকবে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্রটি মাঝপথে প্রতিহত করতে সক্ষম হয়েছে, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
এর আগে, চলতি মাসের শুরুতে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা বেন গুরিয়ন বিমানবন্দরের পাশে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সে ঘটনায় একটি রাস্তা ও একটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং দীর্ঘ সময় বিমান চলাচল বন্ধ থাকে।