‘বিএনপি টুডে ইজ দ্য ভয়েজ অব দ্য ন্যাশন’ | কলিকাল
শুক্রবার ১৩ জুন ২০২৫ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ ১৬ জিলহজ ১৪৪৬

শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ জিলহজ ১৪৪৬

‘বিএনপি টুডে ইজ দ্য ভয়েজ অব দ্য ন্যাশন’

কলিকাল প্রতিবেদক

প্রকাশ : ১৭ মে ২০২৫ | ১১:৩৫ এএম

‘বিএনপি টুডে ইজ দ্য ভয়েজ অব দ্য ন্যাশন’

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, স্বাস্থ্য ও শিক্ষার পাশাপাশি তরুণ সমাজে মাদকের প্রভাব নিয়ে ভাবার প্রয়োজন রয়েছে। আমি বিএনপিকে বলবো এটাতে গুরুত্ব দেওয়ার জন্য। কারণ ‘বিএনপি টুডে ইজ দ্য ভয়েজ অব দ্য ন্যাশন’ (বিএনপি আজ জাতির কণ্ঠস্বর)।

তিনি বলেন, বিএনপি শুধু আমাদের ভয়েজ নয়, সারা বাংলাদেশের মানুষের ভয়েজ। অনেকেই লজ্জায় কথা বলে না, অনেক পরিবারও মাদকের প্রভাব নিয়ে মুখ খোলেন না। কিন্তু আমার হিসাবে ২৫ থেকে ৩০ লাখ তরুণ-তরুণী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাদকের প্রভাবে আক্রান্ত। প্রত্যেক নির্বাচনী আসনে যদি গড়ে এক হাজার মাদকাসক্ত থাকে, তাহলে বছরে প্রায় তিন লাখ মাদকাসক্ত তৈরি হচ্ছে। প্রকৃত সংখ্যা আরও বেশি।

আন্দালিব রহমান পার্থ বলেন, বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি জেলায় যেন আন্তর্জাতিক মানের ড্রাগ রিহ্যাবিলিটেশন সেন্টার নির্মাণ করা হয়। মাদক তরুণ সমাজকে নষ্ট করে দিচ্ছে, তাই এই বিষয়ে বিএনপি যেন বিশেষ গুরুত্ব দেয়।

শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক খুলনা-বরিশাল বিভাগীয় সেমিনারে তিনি এসব কথা বলেন।

সেমিনারের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

আন্দালিব রহমান পার্থ বলেন, গত ১৭ বছরে তরুণ সমাজ প্রযুক্তির মাধ্যমে ৭০ বছর এগিয়েছে, কিন্তু রাজনীতিবিদরা সেই অগ্রগতির সঙ্গে তাল মিলাতে পারেনি। ফলে তরুণরা রাজনীতিতে আগ্রহ হারাচ্ছে। তবে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর তরুণদের সঙ্গে যোগাযোগের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। যাতে সাধারণ ছাত্র-ছাত্রীরা মনে করে রাজনীতিবিদরা কোন ভিন্ন গ্রহের মানুষ না। আমরা আপনাদের মতোই মানুষ, আপনাদের মতোই চিন্তা করি।

তিনি বলেন, বিএনপি যখন ৩১ দফা কিংবা আন্দোলনের কর্মসূচি ঠিক করেছে, তখন আমাদের মতামত নিয়েছে। এজন্য আমরা কৃতজ্ঞ।

বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, শিক্ষা সবার জন্য সমান হওয়া উচিত। টাকা পয়সা যেন কখনো শিক্ষার প্রতিবন্ধকতা না হয়। ঢাকা সিটির ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের সন্তানদের পড়ার সুযোগ দিতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিনের উপস্থাপনায় সেমিনারে বক্তব্য দেন বিডিজবস’র প্রতিষ্ঠাতা ফাহিম মাশরুর, ডিডব্লিউ একাডেমির প্রভাষক ড. মারুফ মল্লিক, চিন্তক ও সম্পাদক রেজাউল করিম রনি, এ এম জেড হাসপাতালের চিকিৎসক ডা. সায়েম মোহাম্মদ, ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডার অধ্যাপক ড. সাইফুল ইসলাম খন্দকার, শিখো’র প্রতিষ্ঠাতা শাহীর চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামীমা সুলতানা এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের সহযোগী অধ্যাপক ড. তৌফিক জোয়ার্দার প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাবী হেলালসহ অনেকে।

মন্তব্য করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

Archive Calendar

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930