কলিকাল প্রতিনিধি
প্রকাশ : ১৬ মে ২০২৫ | ১০:২৬ পিএম
ছবি : সংগৃহীত
রাঙামাটি শহরের উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য অপসারণের চেষ্টা চলছে। শুক্রবার (১৬ মে) বিকেল থেকে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা’ ব্যানারে শতাধিক ব্যক্তি এ কর্মসূচিতে অংশ নেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ভাস্কর্যটি ভাঙার কাজে শত শত ছাত্র-জনতা অংশ নেন। তারা ব্যানার-পোস্টারসহ সেখানে জড়ো হন এবং নানা স্লোগান দিতে থাকেন।
আন্দোলনে অংশগ্রহণকারীরা বলেন, সারাদেশ থেকে ‘ফ্যাসিবাদের চিহ্ন’ মুছে ফেলতে হবে এবং রাঙামাটি থেকেই সেই ‘প্রতিরোধের সূচনা’ হয়েছে। দাবি তাদের, এটি কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়, বরং একটি ‘ফ্যাসিবাদী প্রতিকৃতির’ প্রতীকী অপসারণ। তারা বলেন, যতক্ষণ না ভাস্কর্যটি সম্পূর্ণ ভেঙে ফেলা হবে, ততক্ষণ আন্দোলন চলবে।
তাদের বক্তব্য, এ কর্মসূচির মাধ্যমে তারা একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের সংগ্রাম শুরু করেছেন।
তবে বিষয়টি নিয়ে প্রশাসনের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। নিরাপত্তা বাহিনীর উপস্থিতিও সীমিত বলে জানিয়েছেন স্থানীয়রা।
শেষ খবর পাওয়া পর্যন্ত, ভাস্কর্য ভাঙার কাজ চলমান রয়েছে।