বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ মে ২০২৫ | ৯:২৫ পিএম
ছবি : সংগৃহীত
বলিউড চলচ্চিত্র অভিনেতা গোবিন্দ ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন একশো চল্লিশটির বেশি ছবি। নব্বই দশকে হল কাঁপানো অভিনেতার বিরুদ্ধে একাধিকবার নারী সহকর্মীকে হেস্তার অভিযোগ ওঠে। যা অভিনয় জীবনেও প্রভাব ফেলে।
২০১৫ সালের পর অভিনয়ে অনিয়মিত গোবিন্দ। সম্প্রতি ৩৭ বছরের সংসার ভাঙার গুঞ্জন ওঠে। সে ঘটনার পরে সামাজিক মাধ্যমে জোর চর্চা হয় অভিনেতাকে নিয়ে। এবার এক সাক্ষাৎকারে অভিনেতার স্ত্রী সুনীতা বলেন, ‘নায়কের স্ত্রী হতে হলে হৃদয়ে পাথর রাখতে হয়। এখন আর গোবিন্দাকে বিশ্বাস করি না।’
ভারতের বিনোদন সংবাদমাধ্যমে একান্ত আলাপচারিতায় অভিনেতার স্ত্রী জানান কীভাবে অন্য নারীর সঙ্গে স্বামীর সম্পর্কের গুঞ্জন মোকাবেলা করেছেন। সুনীতার ভাষ্য, ‘বিয়ের ৩৮ বছর হয়ে গেল। আমরা যখন ছোট ছিলাম তখন এইসব প্রেমের গুঞ্জনগুলো উঠেছিল। তবে খুব বেশি গুঞ্জন শুনিনি। এমনকি যদি শুনিও, সেটাকে পাত্তা দিতাম না। আমি খুব শক্ত মনের মানুষ।
ওই সাক্ষাৎকারে সুনীতাকে জিজ্ঞেস করা হয় গোবিন্দকে এখনও কি বিশ্বাস করেন? আগের এবং এখনকার বিশ্বাসের মধ্যে কোনো পার্থক্য তৈরি হয়েছে কিনা? অভিনেত্রীর স্ত্রীর সরল উত্তর, ‘আমি আগে ওকে বিশ্বাস করতাম, এখন আর একথা বলতে পারি না যে আমি গোবিন্দাকে বিশ্বাস করি।’
তিনি যোগ করেন, ‘নায়কের স্ত্রী হতে হলে হৃদয়ে পাথর রাখতে হয়। কারণ বেশিরভাগ সময় বউয়ের সঙ্গে নয়, নায়িকাদের সঙ্গে কাটে। তবে হ্যাঁ, আমি গোবিন্দকে খুব ভালোবাসি। সবসময় ভালোবাসব।’