কলিকাল প্রতিবেদক
প্রকাশ : ১৬ মে ২০২৫ | ৮:৩৬ পিএম
ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় দেশবাসী কোনো প্রতিক্রিয়া দেখায়নি বরং স্বস্তিতে আছে।
তিনি বলেন, আওয়ামী লীগ যেন ন্যায়বিচার পায় সেদিকে আমরা খেয়াল রাখছি। তাই আমরা বিচারের ব্যাপারটি দ্রুত করতে গিয়ে তড়িঘড়ি কিছু করতে চাই না।
শুক্রবার মাগুরা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
শফিকুল আলম বলেন, আমরা তাদের (আওয়ামী লীগ) বিচার প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছভাবে করতে চাই। এক্ষেত্রে দ্রুত চাইলেও তাদের ন্যায় বিচার পাওয়ার জন্য যেটুকু সময় দরকার তাই দেওয়া হবে। এ বিষয়ে সরকার সচেষ্ট থাকবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মফস্বলের সাংবাদিকরা সবসময় অবহেলিত। অনেকে নামমাত্র পারিশ্রমিক পেলেও অধিকাংশই তা থেকে বঞ্চিত। অনেক মিডিয়া বড় বড় কথা বললেও সাংবাদিকদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেন না।
প্রেস সচিব বলেন, সরকার সঠিক লক্ষ্যেই এগোচ্ছে। এরই মধ্যে অনেক সংস্কার হয়েছে আরো সংস্কার প্রক্রিয়াধীন।
নির্বাচনের বিষয়ে তিনি বলেন, অনেকে বলছেন, কোনো কোনো উপদেষ্টা নির্বাচন চাচ্ছেন না- এটা ঠিক নয়। প্রধান উপদেষ্টাসহ অন্য উপদেষ্টারা একমত যে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে।
মতবিনিময় সভায় মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।