কবি বিনয় দেবনাথ এর কাব্যগ্রন্থ 'অশ্রুজল ভিক্ষা'র পাঠ্যালোচনা | কলিকাল
শুক্রবার ২০ জুন ২০২৫ ৬ আষাঢ় ১৪৩২ ২৩ জিলহজ ১৪৪৬

শুক্রবার, ২০ জুন ২০২৫, ৬ আষাঢ় ১৪৩২, ২৩ জিলহজ ১৪৪৬

ময়মনসিংহ সাহিত্য সংসদ-র 'বীক্ষণ' পাঠচক্রে

কবি বিনয় দেবনাথ এর কাব্যগ্রন্থ ‘অশ্রুজল ভিক্ষা’র পাঠ্যালোচনা

রফিকুল ইসলাম মানিক, ময়মনসিংহ

প্রকাশ : ১৬ মে ২০২৫ | ৮:৩১ পিএম

কবি বিনয় দেবনাথ এর কাব্যগ্রন্থ ‘অশ্রুজল ভিক্ষা’র পাঠ্যালোচনা

ছবি : দৈনিক কলিকাল

‘জাগাইছে জনে জনে প্রজ্ঞা স্পন্দন’– শ্লোগানে মুখরিত ময়মনসিংহ সাহিত্য সংসদ’র পাঠচক্র প্রকল্প ‘বীক্ষণ’ আসর।

আজ শুক্রবার (১৬ মে) সকালে চেতনা সংসদ মিলনায়তনে ২১৪৯তম আসর অনুষ্ঠিত হয়েছে। আসরের আলোচ্য বিষয় প্রবীণ ব্যক্তিত্ব, কবি বিনয় দেবনাথ এর কাব্যগ্রন্থ ‘অশ্রুজল ভিক্ষা’র পাঠ্যালোচনা।

আসরে সভাপতিত্ব করেন কবি সোহরাব পাশা এবং স্বাগত বক্তব্য রাখেন কবি স্বাধীন চৌধুরী।

কাব্যগ্রন্থ নিয়ে আলোচনা করেন কবি আলম মাহবুব, কবি ও প্রাবন্ধিক আসাদ উল্লাহ, কবি আল মাকসুদ।

এছাড়াও কথা বলেছেন বীর মুক্তিযোদ্ধা বিমল পাল, পরিবেশকর্মী অহিদুর রহমান,ছড়াকার ও গীতিকার তাসাদ্দুক হোসেন প্রমুখ।

সঞ্চালনা করেন বীক্ষণ আহ্বায়ক কবি জুবায়েদ ইবনে সাঈদ।
উপস্থিত ছিলেন সংস্কৃতিজন শাহ সাইফুল আলম পান্নু, কবি ও ছড়াকার সাব্বির রেজা, কবি জামাল উদ্দিন জামান, কবি আহমেদ শাহাবুদ্দিন, গবেষক চাঁন মিয়া ফকির, কবি আমজাদ দোলন, কবি রাজিয়া সুলতানা, কবি ও ছড়াকার আলী ইউসুফ, কবি নাজমা মমতাজ, কবি রওশন ঝুনু, কবি সোহেল মাজহার, কবি অনিন্দ্য জসিম, সুরকার সুপ্রিয় কুমার বণিক, কবি তারিকুল ফেরদৌস, কবি পারভেজ শিহাব, কবি রফিকুল ইসলাম মানিক, আবৃত্তিওয়ালা আমজাদ শ্রাবণ, শিশির কুমার পাল, পিংকি সরকার, আবৃত্তিশিল্পী স্বর্ণা চাকলাদার এ্যানি, সানজিদা শাওন, সুষ্মিতা সরকার স্নেহা প্রমুখ।

মন্তব্য করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

Archive Calendar

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930