কলিকাল প্রতিবেদক
প্রকাশ : ০১ মে ২০২৫ | ৭:৩২ পিএম
ছবি : সংগৃহীত
মিয়ানমার সীমান্তে করিডোর ইস্যুতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে সিদ্ধান্ত গ্রহণে রাজনৈতিক দলগুলোকে অবহিত করা হয়নি। এই ধরনের স্পর্শকাতর সিদ্ধান্ত নির্বাচিত সংসদের মাধ্যমেই আসা উচিত বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ বৃহস্পতিবার (১ মে) ঢাকার নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, বিদেশি স্বার্থ নয়, বাংলাদেশের জনগণের স্বার্থই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভারত, পাকিস্তান কিংবা মিয়ানমার নয়, সবার আগে বাংলাদেশ।
তারেক রহমান বলেন, ‘বিএনপি একাধিকবার রাষ্ট্রক্ষমতায় ছিল, কিন্তু কোনো নেতাকর্মীকে বিদেশে পালিয়ে যেতে হয়নি। কারণ আমরা জনগণের রাজনীতিতে বিশ্বাস করি। জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের মূল উদ্দেশ্য।’
তিনি আরও বলেন, ‘সরকারের একটা অংশ সংস্কার ও নির্বাচন মুখোমুখি দাঁড় করাতে চায়। এটা সঠিক পথ নয়। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।’
তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কাঠামো ও কার্যক্রম জনসম্মুখে প্রকাশ করা হলে জনগণের অনেক সন্দেহ দূর হবে। একইসঙ্গে নিশ্চিত করতে হবে, যেন কোনো ব্যক্তি ক্ষমতা ধরে রাখার অপচেষ্টায় এই সরকার ব্যবহৃত না হয়। কারণ অন্তর্বর্তী সরকার কখনোই একটি নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না।’