ছেলেকে সেতু থেকে ফেলে দিয়ে মায়ের স্বীকারোক্তি | কলিকাল
শুক্রবার ২০ জুন ২০২৫ ৬ আষাঢ় ১৪৩২ ২৩ জিলহজ ১৪৪৬

শুক্রবার, ২০ জুন ২০২৫, ৬ আষাঢ় ১৪৩২, ২৩ জিলহজ ১৪৪৬

মাদারীপুরে প্রতিবন্ধী

ছেলেকে সেতু থেকে ফেলে দিয়ে মায়ের স্বীকারোক্তি

কলিকাল প্রতিবেদক

প্রকাশ : ০১ মে ২০২৫ | ৮:৫৮ এএম

ছেলেকে সেতু থেকে ফেলে দিয়ে মায়ের স্বীকারোক্তি

ছবি : সংগৃহীত

মাদারীপুরে শিবচর উপজেলার প্রতিবন্ধী ছেলেকে সেতু থেকে আড়িয়াল খাঁ নদে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। ছেলের যন্ত্রণা সইতে না পেরে সেতু থেকে ফেলে দিয়েছেন বলে স্বীকারোক্তিও দিয়েছেন মা।

গতকাল বুধবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছে ছেলে। নিখোঁজ ১৫ বছরের নাসির শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের কাচারীকান্দি গ্রামের মৃত আজগর হাওলাদারের ছেলে।

গ্রামের অনেকে জানান, বুধবার বিকেল থেকেই ৬ বছরের মেয়ে ও ১৫ বছরের প্রতিবন্ধী ছেলেকে নিয়ে আড়িয়াল খাঁ সেতুর রেলিং এর ওপরে বসে ছিলেন ওই নারী। রাতে সেতুতে মানুষের চলাচল কমে আসলে রেলিংয়ের উপর থেকে প্রতিবন্ধী ছেলেটিকে পানিতে ফেলে দেন মা রিজিয়া বেগম।

বিষয়টি স্থানীয়রা দেখে রিজিয়াকে আটক করে ৯৯৯-এ কল দেন। খবর পেয়ে দত্তপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইমরান শিল্পী অভিযুক্ত মাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে উদ্ধার অভিযান শুরু করে। তবে নিখোঁজ ওই প্রতিবন্ধীর কোনো সন্ধান পাওয়া যায়নি।

শিবচর থানার ওসি রতন শেখ জানান, প্রতিবন্ধী ছেলের যন্ত্রণা সইতে না পেরে এমন কাণ্ড করেছে অভিযুক্ত রিজিয়া বেগম। তিনি ঘটনা স্বীকারও করেছেন।

মন্তব্য করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

Archive Calendar

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930