কলিকাল প্রতিনিধি
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫ | ৬:৪৫ পিএম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো নির্বাচনী জোটে যাবে না বলে জানিয়েছেন দলটির আহবায়ক নাহিদ ইসলাম।
বুধবার (৩০ এপ্রিল) গণসংহতি আন্দোলন ও এনসিপির মধ্যকার বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, সংবিধানের মৌলিক বিধান পরিবর্তন করতে হলে অবশ্যই জনগণের ম্যান্ডেট নিয়েই পরিবর্তন করতে হবে। তাহলে সেটা টেকসই হবে।
তিনি বলেন, নির্বাচনের সময়সীমা নিয়ে সরকার যে টাইমফ্রেম প্রস্তাব করেছে প্রাথমিকভাবে সেটাকে সমর্থন করি আমরা। তবে তার আগে মৌলিক সংস্কারের প্রশ্ন ও আওয়ামী লীগের বিচারের প্রশ্নের বিষয়ে সুরাহা হতে হবে।
এনসিপি আহবায়ক বলেন, সংস্কারের বিষয়ে আমরা জুলাই সনদের কথা বলছি। নির্বাচনের ক্ষেত্রেও আমাদের দাবি গণপরিষদ নির্বাচন।
আমরা সেই এজেন্ডার ভিত্তিতেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বসছি। সেটার ভিত্তিতে মাঠের ঐক্য হতে পারে, রাজনৈতিক ঐক্য হতে পারে। তবে নির্বাচনের জন্য আমরা এখনও কোনো ঐক্যে যাচ্ছি না বলেও জানান তিনি।