কলিকাল প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫ | ১:৩৫ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর যাত্রাবাড়ী ও ভাটারা থানার দুটি হত্যা মামলায় সাবেক বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
অন্যদিকে, বাড্ডা থানার একটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে দুই দিনের রিমান্ডে নেয়ার অনুমতি দেওয়া হয়েছে।
আজ বুধবার (৩০ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইসতিয়াকের আদালতে পুলিশ আসামিদের হাজির করে রিমান্ড আবেদন করে। শুনানি শেষে বিচারক রিমান্ডের আদেশ দেন।
এছাড়া, রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা আরও কিছু হত্যা মামলায় আনিসুল হক, সালমান এফ রহমান, সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং সাবেক আইজিপি মামুনকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে।