কলিকাল প্রতিবেদক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫ | ১২:১৯ পিএম
ছবি : সংগৃহীত
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বনশ্রীর মেরাদিয়া এলাকায় কোরবানির পশুর হাট বসানোর সিদ্ধান্তে হস্তক্ষেপ করেছেন হাইকোর্ট। আদালত স্পষ্ট নির্দেশনা দিয়েছেন—এই স্থানে হাট বসানো যাবে না।
সোমবার (২৮ এপ্রিল) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) রিটকারীর পক্ষে আইনজীবী জহিরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, হাট বসানোর বিরুদ্ধে স্থানীয়দের একাধিক অভিযোগ ও আশঙ্কার ভিত্তিতে রিট করা হয়। এর প্রেক্ষিতেই আদালত হাট না বসাতে নির্দেশ দিয়েছেন।
আদেশ অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেরাদিয়ায় এবার পশুর হাট বসাতে পারবে না।