কলিকাল প্রতিবেদক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫ | ১২:০৫ পিএম
ছবি : সংগৃহীত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, পৃথিবীর অনেক দেশ ‘আউট অব কান্ট্রি ভোটিং’ চালু করলেও নানা প্রতিবন্ধকতায় অনেকেই তা পুরোপুরি বাস্তবায়ন করতে পারেনি। এমনকি প্রতিবেশী দেশ ভারতও এখনো এ ব্যবস্থা চালু করতে পারেনি। তবু বাংলাদেশ এটি বাস্তবায়নের উদ্যোগ নিতে চায়, অন্তত সীমিত পরিসরে শুরু করতে চায়।
আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিয়ে আয়োজিত সেমিনারের শুরুতে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনের আয়োজিত এ সেমিনারে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও অংশ নেন।
সিইসি বলেন, “আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা আমাদের অঙ্গীকার। আমরা এ বিষয়ে ইতোমধ্যে কাজ করেছি। দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট, শিক্ষা ও বাস্তবতা পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে রাজনৈতিক দলগুলোর সমর্থন ছাড়া এটি বাস্তবায়ন সম্ভব নয়। মানুষের আস্থা অর্জন এবং কম খরচে বাস্তবায়নের উপযোগী পদ্ধতি বেছে নিতে হবে।”
সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “প্রবাসীরা ভোটাধিকার থেকে বঞ্চিত হলে ভোটে অংশগ্রহণের হার কমে যায়। আমরা একটি অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচন চাই, যেখানে প্রবাসীরাও সম্পৃক্ত থাকবে।”